সহজ চীনা ভাষা: হান তানে হাঁটতে শেখা
2024-09-10 10:00:30

বন্ধুরা, আজকের যে ছেং ইয়ু আমরা শিখাবো তা হল হান তানে হাঁটতে শেখা’ বা ‘邯郸学步’। এই ছেং ইয়ু চীনের বিখ্যাত প্রাচীন বই ‘চুয়াং য্যি’র একটি উপকথা থেকে এসেছে।

এই উপকথায় বলা হয়, যুদ্ধলিপ্ত রাষ্ট্রগুলোর যুগে একটি খবর ব্যাপক প্রচারিত হয়, তা হল চাও রাজ্যের রাজধানী হান তান শহরে মানুষদের হাঁটার ভঙ্গি খুব সুন্দর, যা খুব মার্জিত। হান তান মার্জিত শহর হিসেবেও বেশ পরিচিত। সে সময় ইয়ান রাজ্য একজন যুবক ছিল। এ খবর শুনে সে খুব আগ্রহী হয়ে ওঠে। সে ভাবে, সবাই হাঁটতে পারে, তবে সুন্দর হাঁটা কি রকম? তা দেখার জন্য সে হান তানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন হান তানে আসে তখন সেই যুবক আবিষ্কার করে যে, মানুষ যা বলেছে তা সত্য। হান তানের মানুষ সত্যিই খুব সুন্দরভাবে হাঁটে। তাই সে এমন হাঁটার ভঙ্গি শিখতে চায়। রাস্তায় সে অন্যান্য মানুষের হাঁটা অনুকরণ করে: অন্য লোক বাম পা দিয়ে চলে, সে তার বাম পা দিয়ে চলে। তবে কিছু দিন পার হলেও, সে এই হাঁটার ভঙ্গি শিখতে পারে না। তাই সে ভাবছে, আমি আগে যেভাবে হাঁটছিলাম, তা নিশ্চয়ই ভুল ছিল, আগের হাঁটার উপায় ও ভঙ্গি একদম পরিত্যাগ করলে নতুন হাঁটার ভঙ্গি শিখতে পারবো। তাই সে প্রথম থেকে হাঁটা শিখে। প্রতিবার একটি পদক্ষেপ নেয়, সাবধানে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করে। সে প্রতিদিন কঠোর অনুশীলন করে, এভাবে ৩ মাস পার হয়, তবে হান তানের মানুষের হাঁটার ভঙ্গি শিখতে পারে নি, বরং আগের হাঁটার ভঙ্গিও ভুলে যায়! অবশেষে সে হাঁটার নিয়ম ভুলে যায় এবং হামাগুড়ি দিয়ে ইয়ান রাজ্যে ফিরে যায়।

এই উপকথা থেকে এসেছে ছেং ইয়ু ‘邯郸学步’, এর আক্ষরিক অর্থ ‘হান তানে হাঁটতে শেখা’। সেই যুবক যান্ত্রিকভাবে অন্য মানুষের হাঁটার ভঙ্গি অনুকরণ করে, তাই সুন্দর হাঁটার ভঙ্গি শিখতে পারে না, বরং নিজের হাঁটার উপায়ও ভুলে যায়। পরে মানুষরা এই ছেং ইয়ু দিয়ে ‘যান্ত্রিকভাবে অন্যকে অনুকরণ করে ব্যর্থ হওয়ার’ আচরণ বর্ণনা করে।

 

কথোপকথন----হাঁটাহাঁটি

চীনে একটি প্রবাদ প্রচলিত আছে: খাবারের পর হাঁটাহাঁটি করলে ৯৯ বছর বাঁচবেন। হাঁটা চীনে খুব জনপ্রিয় একটি শরীরচর্চার উপায়। আবাসিক এলাকা বা পার্কে সবসময় দেখা যায়, অনেক মানুষ হাঁটছে। তা ছাড়া হাঁটাহাঁটি এক ধরনের বিনোদনমূলক কাজ, যা মন ও শরীরকে শিথিল করে এবং সামাজিক যোগাযোগেও ভূমিকা রাখে। চীনে কাউকে হাঁটতে আমন্ত্রণ জানানো- একে অপরের বোঝাপড়া বৃদ্ধির ভালো উপায়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে হাঁটাহাঁটি করা সম্পর্কিত কিছু চীনা ভাষা শিখাবো, আশা করি তা আপনার কাজে লাগবে।

走路 zǒu lù  হাঁটা

我走路去上班 wǒ zǒu lù qù shàng bān আমি হেঁটে কাজে যাই

散步 sàn bù  হাঁটাহাঁটি

你喜欢散步吗?nǐ xǐ huān sàn bù ma?তুমি হাঁটাহাটি পছন্দ করো?

我很喜欢/不喜欢散步wǒ hěn xǐ huān / bù xǐ huān sàn bù আমি হাঁটাহাঁটি খুব পছন্দ করি/ পছন্দ করি না

我每天都散步wǒ měi tiān dou sàn bù আমি প্রতিদিনই হাঁটাহাঁটি করি

你一般去哪里散步?nǐ yī bān qù nǎ lǐ sàn bù ?তুমি সাধারণত কোথায় হাঁটাহাঁটি করো?

我一般去公园散步 wǒ yī bān qù gōng yuán sàn bù আমি সাধারণত পার্কে হাঁটাহাঁটি করি

我一般在小区里散步 wǒ yī bān zài xiǎo qū lǐ sàn bù আমি সাধারণত আবাসিক এলাকায় হাঁটাহাঁটি করি

你通常散步多长时间?nǐ tōng cháng sàn bù duō cháng shí jiān?তুমি সাধারণত কতক্ষণ হাঁটাহাঁটি করো?

大概半个小时dà gài bàn gè xiǎo shí প্রায় আধা ঘণ্টা

看情况kàn qíng kuàng  দিনের পরিস্থিতির উপর নির্ভর করে

晚饭后去河边散步怎么样?wǎn fàn hòu qù hé biān sàn bù zěn me yàng?ডিনারের পর নদীর তীরে হাঁটাহাঁটি করতে যাবো, কেমন? 好啊 hǎo a ঠিক আছে।