গাজা সংকটের রাজনৈতিক সমাধানের ওপর জোর ইইউ’র
2024-09-10 19:57:49

সেপ্টেম্বর ১০:  ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল ফন্টেলেস গতকাল সোমবার মিশর ও গাজা উপত্যকার সীমান্তে রাফাহ বন্দর পরিদর্শনকালে বলেন যে, গাজার সংকট ‘মানবসৃষ্ট’ এবং এর একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন।

বোরেল গাজার পরিস্থিতিকে ‘মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সীমান্তে অপেক্ষারত অল্প সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশ করতে পারে।

সেদিন রাফাহ বন্দর পরিদর্শন করার আগে, বোরেল মিশরীয় প্রেসিডেন্ট সিসির সাথে দেখা করেন। উভয়পক্ষ গাজার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেন। বৈঠকের সময়, সিসি আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউরোপীয় ইউনিয়নকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অর্জন, আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধার করার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

(স্বর্ণা/হাশিম/লিলি)