সেপ্টেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে মানাবাধিকার সহযোগিতা বাড়াচ্ছে চীন। মঙ্গলবার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক প্রথম চীন-ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান স্টেটস গোলটেবিল বৈঠকে উঠে এসেছে এমন তথ্য।
চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ, চীনের রেনমিন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিডেড ফেডারেল ফ্লুমিনেন্সের সহ আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহণ করে ১০০জনেরও বেশি অংশগ্রহণকারী।
চীন, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার প্রচারেও কাজ করবে দেশগুলো।
এই গোলটেবিল বৈঠক টি চীন ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের একটি অনুষ্ঠান।
নাহার/শান্তা