চীন এবং আসিয়ানের জনগণের বিনিময় জোরদার হচ্ছে
2024-09-10 15:50:00

সেপ্টেম্বর ১০: ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আসিয়ানের দেশগুলোতে ভ্রমণ করা চীনা নাগরিকদের সংখ্যা ১৬.২০৫ মিলিয়ন পার্সন-টাইমস এবং যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১০৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের মুলভূভাগে প্রবেশ করা আসিয়ানের দেশগুলোর জনগণের সংখ্যা ৯৬৯ মিলিয়ন পার্সন-টাইমস এবং যা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ১১৩.১ শতাংশ বেশি। চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের সর্বশেষ পরিসংখ্যান  থেকে গতকাল (সোমবার) এ তথ্য জানা গেছে।

মানুষের প্রাণবন্ত আন্তঃসীমান্ত আদান-প্রদান আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও উন্নত করেছে এবং এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রাণশক্তি যোগ করেছে বলে মনে করা হচ্ছে।

(লিলি/হাশিম/তুহিনা)