দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন সুযোগ আনবে চায়না-ক্যারিবিয়ান অ্যাকাডেমিক ফোরাম
2024-09-10 19:29:52

আগস্ট ১০, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে অনুষ্ঠেয় চতুর্থ চীন-ক্যারিবিয়ান অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন চীন ও ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় নতুন সুযোগ নিয়ে আসবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে, বাণিজ্য মন্ত্রণালয়ের আমেরিকান ও ওশেনিয়া বিষয়ক বিভাগের মহাপরিচালক লিন ফেং ঘোষণা করেন,মন্ত্রণালয় এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথ আয়োজনে সম্মেলনটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ছিয়ংহাই সিটিতে অনুাষ্ঠত হবে।

এই ইভেন্টটি চীন এবং ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করার নতুন সুযোগ নিয়ে আসবে এবং অংশগ্রহণকারী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনবে বলে লিন ফেং  জানিয়েছেন।

শান্তা/ফয়সল