সেপ্টেম্বর ১০: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনা গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ যথাক্রমে ১৮.৬৭৪ মিলিয়ন ইউনিট ও ১৮.৭৬৬ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২.৫ ও ৩ শতাংশ বেড়েছে। চীনা গাড়ি শিল্প সমিতি আজ (মঙ্গলবার) এ খবর প্রকাশ করেছে।
তথ্য অনুসারে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের নতুন জ্বালানি চালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ যথাক্রমে ৭.০০৮ মিলিয়ন ইউনিট ও ৭.০৩৭ মিলিয়ন ইউনিট হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২৯ ও ৩০.৯ শতাংশ বেড়েছে। নতুন জ্বালানি চালিত গাড়ির বিক্রির পরিমাণ মোট গাড়ির বিক্রি পরিমাণের ৩৭.৫ শতাংশে পৌঁছেছে।
চীনা গাড়ি শিল্প অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ছেন শি হুয়া বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর গাড়ি বিক্রির শীর্ষ মৌসুম। স্ক্র্যাপ ও আপডেট নীতির প্রচার এবং প্রতিস্থাপন ও আপডেট ভর্তুকি নীতির চালু ইত্যাদি পদক্ষেপ চলতি বছরের বাকি ৪ মাসে গাড়ি বাজারের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে এবং গাড়ি বাজার চাঙ্গা করতে সাহায্য করবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)