চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থিয়েটার কমান্ডের নেতাদের ভিডিও বৈঠক অনুষ্ঠিত
2024-09-10 19:13:26

সেপ্টেম্বর ১০: চীনের গণমুক্তি ফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার উ ইয়া নান ও মার্কিন ইন্দো-প্যাসিফিক সদর দফতরের কমান্ডার স্যামুয়েল জন পাপারো আজ (মঙ্গলবার) ভিডিও বৈঠক করেছেন। দু’পক্ষ অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতাদের সান ফ্রান্সিসকো ঐকমত্য অনুসারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)