কমরেড সি চিন পিংয়ের ‘শিক্ষা বিষয়ক মন্তব্য’ প্রকাশিত
2024-09-09 16:43:21

সেপ্টেম্বর ৯: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পার্টি হিস্ট্রি অ্যান্ড লিটারেচার রিসার্চ ইনস্টিটিউট সম্পাদিত কমরেড সি চিন পিংয়ের ‘শিক্ষা বিষয়ক মন্তব্য’ সম্প্রতি সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেসের উদ্যোগে দেশজুড়ে প্রকাশিত হয়েছে।

বইটিতে কমরেড সি চিন পিংয়ের শিক্ষা বিষয়ক ৪৭টি গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি সংকলিত হয়েছে, যার মধ্যে কিছুটা প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে।

শিক্ষা হল জাতীয় পুনরুজ্জীবন এবং সামাজিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি শিক্ষাকে দেশ ও পার্টির একটি প্রধান পরিকল্পনা হিসেবে গ্রহণ করে; শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে, শিক্ষার আধুনিকীকরণ ত্বরান্বিত করা এবং শিক্ষার শক্তিশালী দেশ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন যুগে শিক্ষার ঐতিহাসিক অর্জনগুলোকে উন্নীত করেছে। চীন বিশ্বের সর্ববৃহৎ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং শিক্ষাগত আধুনিকায়নের সামগ্রিক স্তর বিশ্বের মধ্যম ও উচ্চতর দেশগুলোর তালিকায় প্রবেশ করেছে। কমরেড সি চিন পিং শিক্ষার উপর ধারাবাহিক গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ করেছেন, বৈজ্ঞানিকভাবে ‘কাকে প্রশিক্ষণ দিতে হবে, কীভাবে প্রশিক্ষণ দিতে হবে এবং কার জন্য প্রশিক্ষণ দিতে হবে’ এসব মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছেন, যা নতুন যুগে সিপিসির শিক্ষার নীতিমালা বাস্তবায়ন করা, সমাজতান্ত্রিক নির্মাতা ও উত্তরসূরিদের গড়ে তোলে এবং চীনা জাতির মহান পুনর্জাগরণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী সমর্থন দিয়েছে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশক তাত্পর্যসম্পন্ন।

(লিলি/হাশিম/তুহিনা)