সেপ্টেম্বর ৯: চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করে ‘সামরিক পরিবেশ রক্ষা প্রবিধান’ জারি করেছেন। প্রবিধানটি পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে।
প্রবিধানটি নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার নির্দেশিকা মেনে চলে, সামরিক শক্তিকে শক্তিশালী করা ও বাস্তুতান্ত্রিক সভ্যতার ধারণা বাস্তবায়ন করে, সম্পূর্ণ অংশগ্রহণ, বিভিন্ন জায়গায় সমন্বয়, প্রতিরোধ অগ্রাধিকার দেওয়ার নীতি অনুসারে পরিচালনা ব্যবস্থা সুসম্পন্ন করার মাধ্যমে সবুজ সামরিক শিবির তৈরি করার চেষ্টা করবে।
প্রবিধানে ৬টি অধ্যায় ও ৫০টি প্রবন্ধ রয়েছে। এতে সামরিক বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষার লক্ষ্য ও মিশন স্পষ্ট করা হয়, সামরিক কার্যক্রম, সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ইত্যাদি ক্ষেত্র পরিবেশ রক্ষার দাবি নির্ধারণ করা হয়, যা বাস্তুতান্ত্রিক পরিবেশের সুবিধা ও সামরিক সুবিধার সমন্বয় ও একীকরণের জন্য প্রাতিষ্ঠানিক গ্যারান্টি প্রদান করা হয়।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)