সেপ্টেম্বর ৯: রোববার দিবাগত রাতে, ইসরায়েলি বিমান-হামলার শিকার হয় সিরিয়ার মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু। এতে ৩ জন নিহত ও অন্য ১৫ ব্যক্তি আহত হন।
আজ (সোমবার) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানায় সিরীয় সশস্ত্রবাহিনী। এতে বলা হয়, রোববার রাত ১১টা ২০ মিনিটে উক্ত হামলা চালানো হয়।
এদিকে, প্রায় একই সময়ে, সিরিয়ার মধ্যাঞ্চলের হামা প্রদেশের মেসয়াফ এলাকাও ইসরায়েলি বিমান-হামলার শিকার হয়। স্থানীয় হাসপাতালের একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, হামলায় ৫ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। (সুবর্ণা/আলিম/রুবি)