যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘আপডেটেড হংকং বাণিজ্যিক সতর্কতা’ নিয়ে চীনের তীব্র নিন্দা
2024-09-09 19:25:32

সেপ্টেম্বর ৯: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘আপডেটেড হংকং বাণিজ্যিক সতর্কতা’ হংকং জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে অপবাদ প্রচার করে ও হংকংয়ের বাণিজ্যিক পরিবেশকে অসম্মান করেছে। এ বিষয়ে চীন দৃঢ় বিরোধিতা করে এবং তীব্র নিন্দা জানায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন ও জাতীয় নিরাপত্তা রক্ষা বিধি জারি করার পর হংকংয়ের আইনের শাসন ও বাণিজ্যিক পরিবেশ আরও ভালো হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে, এই বছরের প্রথমার্ধে হংকংয়ে নিবন্ধিত নতুন স্থানীয় প্রতিষ্ঠান ও অস্থানীয় কোম্পানির সংখ্যা ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গত বছরে হংকংয়ের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের পরিমাণ বিশ্বে চতুর্থ স্থানে এবং বিশ্বের দশম বৃহত্তম পণ্য বাণিজ্যিক অর্থনীতি হয়েছে এটি। যুক্তরাষ্ট্রের উচিত বাস্তবতা এবং চীনের সার্বভৌমত্ব ও হংকংয়ের আইন শাসনকে সম্মান করা, হংকং সম্পর্কিত বিষয়ে কথা ও কাজে সতর্ক থাকে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)