সেপ্টেম্বর ৯: কুয়াংসি’র লিউচৌ শহরের রংশুয়েই মিয়াও জাতির স্বায়ত্তশাসিত জেলার সিয়াংফেন থানার ইউফু গ্রামের জমিতে ধানের ফলন ভালো হয়েছে।
জমিতে সবুজ ও হলুদ মিলে এক অসাধারণ সুন্দর দৃশ্য ফুটে উঠেছে।
চলতি বছর গ্রামে উচ্চ-মানের, উচ্চ ফলনশীল নতুন জাতের ধান চাষ হয়েছে।
এতে উত্পাদন বেড়েছে। (ছাই/আলিম/প্রেমা)