চীনের উন্মুক্ত সহযোগিতার আকর্ষণ বৃদ্ধি, দ্বিমুখী বিনিয়োগে নতুন অগ্রগতি
2024-09-09 16:22:25

সেপ্টেম্বর ৯: ফু চিয়ান প্রদেশের সিয়ামেনে গতকাল (রোববার) অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম ২০২৪-এ ‘চীন দ্বিমুখী বিনিয়োগ রিপোর্ট ২০২৪’ প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়, চীনের উন্মুক্ত সহযোগিতার আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, দ্বিমুখী বিনিয়োগ নতুন অগ্রগতি অর্জন করেছে, বিশ্বের সঙ্গে উভয়ের জয় প্রচার করছে।

রিপোর্টে বলা হয়, জটিল ও গুরুতর আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্দেশীয় বিনিয়োগ হ্রাসের প্রভাবের মুখোমুখি হয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবহার করার জন্য চীন দুই বাজার ও দুই সম্পদ সংযোগ করার প্রভাবে কাজে লাগাতে জোর দিয়েছে। ২০২৩ সালে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদেশি পুঁজির প্রবাহের দেশে পরিণত হয়েছে, বিদেশে প্রত্যক্ষ বিনিয়োগ বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে, দ্বিমুখী বিনিয়োগের পরিমাণ স্থিতিশীলভাবে বাড়ছে।

রিপোর্টে আরও বলা হয়, চীন বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার আরও জোরালো নীতি চালু করছে, উন্মুক্তকরণ সহযোগিতার আকর্ষণও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে চীনের বিদেশি বিনিয়োগ নীতি ক্রমশ উন্নত হয়েছে, বিদেশি বিনিয়োগ ও সহযোগিতারও স্থিতিশীল উন্নয়ন হচ্ছে।

রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের বৈদেশিক অর্থনৈতিক গবেষণা বিভাগের উপ-পরিচালক লৌ ইয়ু চ্য বলেন, চীনের দ্বিমুখী বিনিয়োগ বিশ্বের সঙ্গে উভয়ের জয় অর্জন করেছে। চীনে বিদেশি কোম্পানি চীনা বাজারের সুযোগ ও উন্নয়ন লভ্যাংশ উপভোগ করে, নিজস্ব লাভও বৃদ্ধি অর্জন করে। চীনের দ্বিমুখী বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা ও নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)