২০২৩ সালে বিশ্বে কলেরায় মৃত্যু ৪০০০
2024-09-09 14:20:18

সেপ্টেম্বর ৯: ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে বিশ্বে কলেরায় আক্রান্তের সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে এবং মৃতের সংখ্যা ৭১ শতাংশ বেড়ে ৪০০০ ছাড়িয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মোট ৪৫টি দেশে কলেরার রোগী পাওয়া যায়। অন্যদিকে, ২০২২ ও ২০২১ সালে কলেরা রোগী পাওয়া গিয়েছিল যথাক্রমে ৪৪টি ও ৩৫টি দেশে। ২০২৩ সালে কলেরা রোগীদের মধ্যে ৩৮ শতাংশের বয়স ছিল ৫-এর কম। আফগানিস্তান, কঙ্গো (কিনশাসা), মালাউই ও সোমালিয়ায় ১০ হাজার রোগী সনাক্ত হয় এবং ইথিওপিয়া, হাইতি, মোজাম্বিক ও জিম্বাবুয়েতেও কলেরা রোগীর সংখ্যা কম নয়।

এদিকে, পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত চলতি বছর বিশ্বের ২২টি দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে। আর, ২২ আগস্ট পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০০ জনে। (সুবর্ণা/আলিম/রুবি)