চীনে আঞ্চলিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের স্তর আরও উন্নত হয়েছে
2024-09-09 20:01:28

সেপ্টেম্বর ৯: চীনের আঞ্চলিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের স্তর আরও উন্নত হয়েছে, এবং বহু-স্তরের ও স্বতন্ত্র আঞ্চলিক উদ্ভাবন ব্যবস্থা আরও সম্পূর্ণ হয়েছে, যা উচ্চ-স্তরের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং একটি বৈজ্ঞানিক নির্মাণকে দৃঢ়ভাবে সমর্থন করে। চায়না একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস গতকাল রোববার ২০২৪ পুচিয়াং ইনোভেশন ফোরামে প্রকাশিত ‘চীন আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন মূল্যায়ন রিপোর্ট ২০২৪’ থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনটি দেখায় যে ২০২৪ সালে, চীনের ব্যাপক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন স্তরের সূচকের স্কোর ৭৮.৪৩ হয়েছে, যা গত বছরের তুলনায় ১.৩ পয়েন্ট বেশি। বেইজিং, সাংহাই, কুয়াংতুং, চিয়াংসু, থিয়ানচিন এবং চেচিয়াং– এ ছয়টি প্রদেশ ও শহরের সার্বিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন স্তর দেশটিকে নেতৃত্ব দেয়।

একই সময়ে, ইয়াংজি নদীর ডেল্টা বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সম্প্রদায়ের নির্মাণ ত্বরান্বিত হচ্ছে। এ অঞ্চলে উদ্ভাবনের পেটেন্ট মালিকানা, নতুন পণ্য বিক্রয় রাজস্ব ও উচ্চ-প্রযুক্তি শিল্প অপারেটিং রাজস্বসহ ১৩টি সূচক সারা দেশের ৩০ শতাংশেরেও বেশি।  পার্ল রিভার ডেল্টা অঞ্চলকে কেন্দ্র করে কুয়াংতং প্রদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্মকান্ডে বিনিয়োগ সূচকে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

(স্বর্ণা/হাশিম/লিলি)