সেপ্টেম্বর ৯: চায়না-ইউএস ওয়ার্কিং গ্রুপ অন এনহান্সিং ক্লাইমেট অ্যাকশান ইন দা টোয়েন্টি টোয়েন্টিজ’-এর দ্বিতীয় অধিবেশন গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।
চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত লিউ চেনমিন এবং মার্কিন প্রেসিডেন্টের আন্তর্জাতিক জলবায়ুনীতিবিষয়ক সিনিয়র উপদেষ্টা জন পোডেস্তার যৌথভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন।
দু’পক্ষ নিজেদের ২০৩০ সালের মধ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি)-এর লক্ষ্য বাস্তবায়ন এবং নিজেদের ২০৩৫ সালের এনডিসি-র প্রস্তুতিসহ জলবায়ু সংকট সমাধানসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছে।
দু’পক্ষ ওয়ার্কিং গ্রুপের অধীনে চালানো প্রযুক্তিগত ও নীতিগত সংলাপে চারটি বিশেষ গ্রুপের সংশ্লিষ্ট বিনিময়কে স্বাগত জানায় এবং অব্যাহতভাবে কাজ চালিয়ে যেতে একমত হয়। (প্রেমা/আলিম/ছাই)