পর্তুগাল সফরে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল
2024-09-09 18:25:25


সেপ্টেম্বর ৯: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র হুপেই প্রাদেশিক স্থায়ী কমিটির সদস্য এবং প্রচার বিভাগের প্রধান চু ছাও হুই’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল, সম্প্রতি পর্তুগাল সফর করে ও পর্তুগাল কমিউনিস্ট পার্টির ‘ভোরান্তেস’ উত্সবে যোগ দেয়।

পর্তুগাল কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পাওলো রাইমুন্ডোসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রতিনিধিদলের দেখা হয়। সাক্ষাতে তাঁরা বলেন, পর্তুগাল চীনা কমিউনিস্ট পার্টির সাথে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং পর্তুগাল-চীন সম্পর্কের বৃহত্তর বিকাশের জন্য কাজ করে যেতে ইচ্ছুক। (রুবি/আলিম/সুবর্ণা)