সেপ্টেম্বর ৮: ১৯তম পুরুষ ও ১০তম মহিলা বিশ্ব ফায়ার অ্যান্ড রেসকিউ চ্যাম্পিয়নশিপ গতকাল (শনিবার) চীনের হেইলুংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে শুরু হয়েছে।
বিশ্ব ফায়ার অ্যান্ড রেসকিউ চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক ফায়ার অ্যান্ড রেসকিউ স্পোর্টস ফেডারেশন আয়োজন করে, এটি ‘অগ্নিনির্বাপক অলিম্পিক’ নামে পরিচিত। এই চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মত চীনে আয়োজন করা হয়েছে। এবারের চ্যাম্পিয়নশিপ ‘সহজ, নিরাপদ ও চমত্কারের’ ধারণা মেনে চলে, এর লক্ষ্য হল বিশ্বে অগ্নিনির্বাপন বিষয়ে বিনিময় গভীরতর করা, যৌথভাবে জরুরি ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপন উন্নয়ন ত্বরান্বিত করা, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা।
এবারের চ্যাম্পিয়নশিপে ১১টি দেশ অংশগ্রহণ করেছে এবং ৯টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সাইটে দেখবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)