ব্রাজিলে স্বাধীনতার ২০২তম বার্ষিকী উদযাপন
2024-09-08 16:41:56

সেপ্টেম্বর ৮: ব্রাজিলের স্বাধীনতার ২০২তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান গতকাল (শনিবার) দেশের রাজধানী ব্রাসিলিয়ায় আয়োজিত হয়েছে। এ উপলক্ষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, নৌ, সেনা ও বিমানবাহিনী, সাঁজোয়া বাহিনী, ফেডারেল পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও অ্যাক্রোবেটিক দলের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং বিভিন্ন সম্প্রদায়ের শোভাযাত্রা দেখেছেন।

চলতি বছরের উদযাপনী অনুষ্ঠানের প্রতিপাদ্য হল ‘গণতন্ত্র ও স্বাধীনতা— ব্রাজিল সঠিক পথে চলছে’। অনুষ্ঠানটি এ বছর ব্রাজিলের জি-২০’র সভাপতি রাষ্ট্র, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং টিকা ও স্বাস্থ্যসেবা জোরদার— এ ৩টি অংশ কেন্দ্র করে আয়োজন করা হয়। প্রায় ৩০ হাজার স্থানীয় মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)