সেপ্টেম্বর ৮, সিএমজি বাংলা: নানামুখী চ্যালেঞ্জে এক মাস পার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার পতনের পর পরিস্থিতি সামাল দিয়ে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা আগস্ট মাসে ২২২ কোটি ১৩ লাখ ডলার পাঠিয়েছেন। যা বাংলাদেশী মুদ্রায় ২৬ হাজার ৬৫৫ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। গত বছরের আগস্টে এ পরিমাণ ছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। অর্থাৎ এ বছরের আগস্টে রেমিট্যান্সে প্রায় ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এই একমাসের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতি সামাল দিতে হলো সরকারকে। এ মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি এরইমধ্যে সমর্থন জানিয়েছেন ১৯৮ জন বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন ৯২ জন নোবেলজয়ী।
৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। পরে এই সরকারে যোগ দেন আরও চার উপদেষ্টা।
বিশ্লেষকরা বলছেন, প্রথম এক মাসে বাংলাদেশ সরকারের নেওয়া অনেক পদক্ষেপই ইতিবাচক। এই এক মাসে প্রশাসনের শীর্ষপদে ব্যাপক রদবদল হয়েছে, যা এখনও চলমান। বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ।
রাসেল/ফয়সল