নিরাপত্তা ও আইনি সহযোগিতা গভীর করবে চীন-পূর্ব আফ্রিকা
2024-09-08 19:53:26

অভিন্ন নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিরাপত্তা সহযোগিতা গভীর করার অঙ্গীকার করেছে চীন ও ১৪টি পূর্ব আফ্রিকান দেশ। শনিবার বেইজিংয়ে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেয় দুই পক্ষ।

চীনের স্টেট কাউন্সিলর এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওয়াং সিয়াওহং ও বুরুন্ডির স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রী মার্টিন নাইটেরেসে আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে চীন-পূর্ব আফ্রিকা মন্ত্রী পর্যায়ের সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেছেন।

ওয়াং সিয়াওহং উল্লেখ করেছেন, চীনের সঙ্গে আফ্রিকান দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত স্তরে উন্নীত হয়েছে। পূর্ব আফ্রিকার দেশগুলোর সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগকে এগিয়ে নিতে, বহু-দলীয় সংলাপের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, আইন প্রয়োগ ও নিরাপত্তার ক্ষেত্রে উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলা এবং এ খাতে একটি নতুন মডেল তৈরি করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি।

আইন প্রয়োগ ও নিরাপত্তার ক্ষেত্রে চীন ও বুরুন্ডির মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে বৃহত্তর পর্যায়ে উন্নীত করতে চীনের প্রতিশ্রুতির ওপর জোর দেন ওয়াং সিয়াওহং।

একই দিনে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমেইন শাবানির সঙ্গেও সাক্ষাৎ করেন ওয়াং।

মন্ত্রী বলেছেন, চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে কঙ্গোকে সহযোগিতা করবে।

চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শাবানি। চীনের উদ্যোগ এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন