ভবিষ্যৎ শিল্প বিকাশে শাংহাইয়ে ১০বিলিয়ন ইউয়ানের তহবিল ঘোষণা
2024-09-08 15:58:46

সেপ্টেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্য কেন্দ্র চীনের শাংহাই মিউনিসিপালটির ভবিষ্যৎ শিল্প বিকাশে ১০ বিলিয়ন ইউয়ানের তহবিল ঘোষণা করেছে চীন সরকার। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শাংহাই মিউনিসিপ্যাল সরকার আয়োজিত ২০২৪ পুচিয়াং ইনোভেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
শাংহাই মিউনিসিপ্যালিটির বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন বলছে, এই তহবিল দেওয়ার অন্যতম লক্ষ্য প্রাথমিক পর্যায়ের প্রযুক্তি বিনিয়োগে আস্থা বাড়ানো। আর এই তহবিলের মেয়াদ ১৫ বছর।তবে যদি প্রয়োজন হয় তিন বছর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো যেতে পারে।
শাংহাই রাষ্ট্রীয় মালিকানাধীন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এই তহবিল পরিচালনার জন্য একটি বাজার-ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরির নেতৃত্ব দেবে।
পুচিয়াং ইনোভেশন ফোরাম চলে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া