চীন-আফ্রিকা শিল্প সহযোগিতা সম্মেলন অনুষ্ঠিত
2024-09-08 15:45:58

সেপ্টেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল চীন-আফ্রিকা শিল্প সহযোগিতাসম্মেলন। "আধুনিকীকরণের উন্নয়নের সুযোগগুলো ভাগ করে নেওয়া" প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

দুই দেশের পাঁচ শতাধিক ব্যবসায়ী নেতা এবং কূটনীতিক অংশগ্রহণ করে এ সম্মেলনে।

এবারের সম্মেলনে দ্য অ্যালায়েন্স অফ চাইনিজ বিজনেস ইন আফ্রিকা ফর সোশ্যাল রেসপন্সিবিলিটিস (এসিবিএএসআর) ‘একশ উদ্যোগ এবং এক হাজার গ্রাম" সম্পর্কিত একটি বই প্রকাশ করে। যা আফ্রিকার ১০ হাজার মানুষের অধিকার রক্ষার বিষয় উঠে এসেছে।

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০২৪-এর শীর্ষ সম্মেলনের পরে অনুষ্ঠিত এই সম্মেলন চীন ও আফ্রিকার মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি