সেপ্টেম্বর ৮: ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী গতকাল (শনিবার) সন্ধ্যায় বলেছে যে, সংগঠনটি আবারও উত্তর-পূর্ব ইয়েমেনের মারিব প্রদেশে একটি মার্কিন সামরিক এমকিউ-৯ ‘রিপার’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সংগঠন নিয়ন্ত্রিত মাসিরা টিভি স্টেশনে একটি বিবৃতিতে জানিয়েছেন, ড্রোনটি ভূপাতিত করা, ইয়েমেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আগ্রাসনের জবাবের প্রতিক্রিয়া। তবে, কখন ড্রোনটি গুলি করে নামানো হয় তা উল্লেখ করেননি তিনি। গত বছরের অক্টোবর থেকে হুথি সশস্ত্র বাহিনী এটি নিয়ে অষ্টমবারের মতো এই ধরনের ড্রোন গুলি করে ভূপাতিত করলো। মার্কিন সামরিক বাহিনী এখনও এ বিষয়ে মন্তব্য করেনি।
(লিলি/হাশিম/তুহিনা)