সেপ্টেম্বর ৮: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সম্মতিতে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় রোববার ‘বিদেশী বিনিয়োগ অ্যাক্সেসের জন্য বিশেষ ব্যবস্থাপনা ব্যবস্থার ( নেতিবাচক তালিকা) (২০২৪ সালের সংস্করণ) ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ (রোববার) এ তথ্য জানিয়েছে।
বিদেশী বিনিয়োগ অ্যাক্সেসের উপর বিধিনিষেধের এই নেতিবাচক তালিকার ২০২৪ সালের সংস্করণে ৩১টি থেকে ২৯-এ নামিয়ে আনা হয়েছে এবং উত্পাদন খাতে বিদেশী বিনিয়োগের অ্যাক্সেসে ‘শূণ্য’ বিধিনিষেধ করা হয়েছে। একই সময় ‘বিদেশী বিনিয়োগ অ্যাক্সেসের জন্য বিশেষ ব্যবস্থাপনা ব্যবস্থার ( নেতিবাচক তালিকা) (২০২১ সালের সংস্করণ) বাতিল করা হবে।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন দায়িত্বশীল কর্মকর্তা জানান যে, ২০২৪ সালের সংস্করণ প্রকাশ এবং বাস্তবায়ন করা একটি নতুন উচ্চ-স্তরের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যা বিনিয়োগের স্বাধীনতা ও সুবিধাকরণকে এগিয়ে যাওয়ায় চীনের সংকল্প এবং বৈশ্বিক উন্মুক্ততা ও সহযোগিতা প্রচারের জন্য চীনের দায়িত্ববোধ প্রতিফলন করে।
(লিলি/হাশিম/তুহিনা)