গাজায় ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত
2024-09-08 19:38:33

সেপ্টেম্বর ৮: গাজা উপত্যকার অনেক জায়গায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবর্ষণে ১৭ জন নিহত হয়েছে। গতকাল শনিবার ফিলিস্তিনি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবর অনুযায়ী, উত্তর গাজা উপত্যকায়, ইসরায়েলি সেনাবাহিনী জেবালিয়া এলাকায় একটি স্কুলে বোমাবর্ষণ করেছে। যার ফলে ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। মধ্য গাজা উপত্যকায়, ইসরায়েলি বাহিনী নুসায়রাত শরণার্থী শিবির এবং বুরিজ শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করে, যাতে ৯ জন নিহত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার এক বিবৃতিতে বলে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকার একটি স্কুলে হামাসের কমান্ড সেন্টারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামাস জঙ্গিরা ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য কমান্ড সেন্টার ব্যবহার করে।

শনিবার ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য বিভাগ প্রকাশিত তথ্য অনুসারে, গত বছরের অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের নতুন দফা শুরু হওয়ার পর থেকে, গাজা উপত্যকায় ইসরায়েল সামরিক অভিযানে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৯৪ হাজারেরও বেশি আহত হয়েছে।

(স্বর্ণা/হাশিম/লিলি)