টাইফুন-বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজে চীনের ২৭০ মিলিয়ন ইউয়ানের জরুরি তহবিল বরাদ্দ
2024-09-08 16:41:27

সেপ্টেম্বর ৮: সুপার টাইফুন ‘ইয়াকি’ ও এর প্রভাবে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও দুর্যোগ মোকাবিলার জন্য, চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল (শনিবার) ২৭০ মিলিয়ন ইউয়ানের জরুরি তহবিল বরাদ্দ করেছে, যা প্রধানত হাইনান, কুয়াংতোং, কুয়াংসি, ইয়ুননান ইত্যাদি প্রদেশের টাইফুন ও বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজ সমর্থন করবে।

এ সব জরুরি তহবিল দুর্গত এলাকায় মানুষদের অনুসন্ধান, উদ্ধার, স্থানান্তর ও পুনর্বাসন, গৌণ দুর্যোগ তদন্ত ও জরুরি প্রতিকার, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত ইত্যাদির জন্য ব্যবহৃত হবে, যাতে হতাহতের সংখ্যা ও দুর্যোগের প্রভাব কমাতে সর্বাত্মক চেষ্টা করা যায়, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)