সেপ্টেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক : জলবায়ু সহযোগিতা চীন-যুক্তরাষ্ট্রের একটি মূল বিষয় উল্লেখ করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
শুক্রবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক কমিশনের অফিসের পরিচালক ওয়াং ই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক জলবায়ু নীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা জন পোদেস্তার সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
এই বছর চীন-যুক্তরাষ্ট্রের ৪৫তম বার্ষিকী উল্লেখ করে ওয়াং বলেন, প্রেসিডেন্ট সি চিনপিং মার্কিন-চীন সম্পর্কের জন্য তিনটি দিকনির্দেশক নীতির রূপরেখা দিয়েছেন। এগুলো হলো—পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতা। স্থিতিশীল ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ওয়াং ই।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে ওয়াং জোর দিয়ে বলেন, এটি বর্তমান এবং ভবিষ্যত উভয়ের জন্যই উপকারী, কারণ এটি মানবতা এবং পৃথিবীর ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। সবুজ উন্নয়ন ও বাস্তুসংস্থান সংরক্ষণে গভীরতর সংস্কারের প্রতি চীনের ভূমিকার কথাও বলেন তিনি।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সংলাপ এবং সহযোগিতায় জড়িত হওয়া শুধু চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কেরই গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং সান ফ্রান্সিসকো বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের উপনীত ঐকমত্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এসময় পোদেস্তা ওয়াংয়ের সঙ্গে একমত পোষণ করে বলেন, জলবায়ু সহযোগিতা দুই নেতার মধ্যে ঐকমত্যে পৌঁছানোর কেন্দ্রবিন্দু। এটি চীন-মার্কিন সম্পর্ক এবং বৈশ্বিক বহুপাক্ষিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের মঙ্গলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করতে এবং গঠনমূলক সহযোগিতায় সম্পৃক্ত হতে ইচ্ছুক বলে জানান পোদেস্তা।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি