চীনে ৫.৯ লাখ পাবলিক আইনগত পরিষেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত
2024-09-07 18:58:03

সেপ্টেম্বর ৭: এ পর্যন্ত চীনে ৭.৫৪টি বিভিন্ন ধরণের আইনি পরিষেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ৩.৯৯৭ মিলিয়ন পেশাদার আইনি পরিষেবা কর্মী রয়েছে, ৫.৯ লাখ পাবলিক আইনি পরিষেবা প্ল্যাটফর্ম এবং ৬ লাখেরও বেশি গ্রামে  আইনী পরামর্শদাতা রয়েছে। গতকাল শুক্রবার বেইজিংয়ে চীনের জাতীয় তথ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত ‘উচ্চমানের উন্নয়ন প্রচার’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য পাওয়া গেছে।

সারা চীনের ৬ লাখেরও বেশি গ্রাম বা কমিউনিটি পর্যায়ের আইনী উপদেষ্টা রয়েছে। যার মাধ্যমে কার্যকরভাবে অফলাইন পরিষেবাগুলোর ‘শেষ ১ কিলোমিটার’ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সুবিধাজনক পরিষেবার স্তরকে আরও উন্নত করার জন্য ১২ হাজার ৩৪৮ পাবলিক আইনি সার্ভিস হটলাইন প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে।

পরবর্তী ধাপে, বিচার মন্ত্রণালয় পাবলিক আইনি সার্ভিস সিস্টেমের জন্য ‘১৫তম পাচসালা পরিকল্পনা’ প্রস্তুত করবে, আইনি পরিষেবা সংস্থানগুলোর জন্য একটি আইনি আন্ত-আঞ্চলিক প্রবাহ প্রক্রিয়া এবং আইনি পরিষেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা প্রতিষ্ঠা ও উন্নত করবে, এবং পাবলিক লিগ্যাল সার্ভিসের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নতি অব্যাহত রাখবে।

(স্বর্ণা/হাশিম/লিলি)