চীন-আফ্রিকা-ইউনেস্কো সহযোগিতা সংলাপে চীনা উপ-প্রধানমমন্ত্রীর বক্তৃতা
2024-09-07 18:28:25

সেপ্টেম্বর ৭: শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ে চীন-আফ্রিকা-ইউনেস্কো সহযোগিতা সংলাপ গতকাল শুক্রবার বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রী তিং শুয়ে শিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।

তিনি বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। নতুন যুগে, প্রেসিডেন্ট সি চিন পিং চীন-আফ্রিকার জনগণের মধ্যে সহযোগিতা পরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের মতো বড় উদ্যোগের প্রস্তাব করেছেন। যা চীন-আফ্রিকা শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতাকে আরও গভীর করতে, আরো বাস্তবিক হয়ে উঠতে এবং আরো ফলপ্রসূ সহযোগিতার জন্য নেতৃত্ব দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন যে, চীন শিক্ষাগত সহযোগিতাকে প্রসারিত ও গভীর করতে আফ্রিকা এবং ইউনেস্কোর সাথে কাজ করতে ইচ্ছুক এবং নতুন যুগে সার্বিক অভিন্ন কল্যাণের সম্প্রদায় গড়ে তুলতে চায়। প্রথমত, যৌথভাবে বিশ্বব্যাপী ‘২০৩০ শিক্ষা এজেন্ডা’র বাস্তবায়ন ত্বরান্বিত করা, ডিজিটাল শিক্ষা বিনিময় ও সহযোগিতা জোরদার করা, শিক্ষক প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করা, ‘চীন-আফ্রিকা ১০০-স্কুল কোঅপারেশন প্ল্যান’ আরও প্রচার করা এবং আফ্রিকান শিক্ষার আধুনিকীকরণের প্রচার করা। দ্বিতীয়টি হল, যৌথভাবে যুব কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের ক্ষমতায়ন, বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা গভীর করা, যৌথভাবে উচ্চ-স্তরের লুবান কর্মশালা তৈরি করা, ‘চীনা ভাষা + বৃত্তিমূলক দক্ষতা’ শিক্ষা পরিচালনা করা, আফ্রিকান নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া এবং আরও আফ্রিকান তরুণদের তাদের জীবন-স্বপ্ন উপলব্ধি করতে সহায়তা করা। তৃতীয়টি হল, যৌথভাবে সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা জোরদার করা, প্রত্নতত্ত্বের ক্ষেত্রে গভীর সহযোগিতা করা, ঐতিহাসিক স্থানগুলোর সুরক্ষা ও পুনরুদ্ধার করা, পেশাদার প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা, যৌথভাবে সাংস্কৃতিক সম্পত্তির অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াই করা, বিভিন্ন দেশের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র স্থাপন করা এবং একে অপরের দেশে সাংস্কৃতিক ও শিল্প প্রদর্শনীর আয়োজন করা। চীন, আফ্রিকাকে তার সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সক্ষমতা উন্নত করতে সাহায্য করার জন্য একটি ঐতিহ্য সুরক্ষা ট্রাস্ট তহবিল প্রকল্প প্রতিষ্ঠা করতে ইউনেস্কোর সাথে সহযোগিতা করবে।

(স্বর্ণা/হাশিম/লিলি)