ইরাক ও সিরিয়ায় ৩৫ কুর্দি জঙ্গিকে হত্যা করেছে তুর্কি বাহিনী
2024-09-07 19:19:33

সেপ্টেম্বর ৭: তুর্কি বাহিনী সম্প্রতি উত্তর ইরাক ও সিরিয়ায় ৩৫ জন কুর্দি জঙ্গিকে হত্যা করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সম্প্রতি তুর্কি বাহিনী উত্তর ইরাকে ‘সন্ত্রাসীদে’র উপর বিমান হামলা চালিয়েছে, বিগত ৪ দিনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির ২৭ জন জঙ্গি নিহত হয়েছে। তা ছাড়া, তুর্কি বাহিনী উত্তর সিরিয়ায় তুর্কি পিপলস প্রোটেকশন ইউনিটের ৮ সদস্যকে হত্যা করেছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)