মধ্য আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2024-09-07 18:16:12

সেপ্টেম্বর ৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বেইজিংয়ে মহা-গণভবনে মধ্য আফ্রিকার প্রেসিডেন্ট ফস্টিন আর্কাঞ্চ তুয়াদেরার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুই প্রেসিডেন্ট চীন ও মধ্য আফ্রিকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তুয়াদেরা চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে এসেছেন।

বৈঠককালে সি চিন পিং বলেন, চীন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশাল সমুদ্র দ্বারা বিভক্ত হলেও তারা সবসময় হাতে হাত রেখে একে অপরকে সমর্থন করে। চীনের মূল স্বার্থ জড়িত ইস্যুতে দীর্ঘমেয়াদী ও দৃঢ় সমর্থনের জন্য মধ্য আফ্রিকার প্রশংসা করে বেইজিং। জাতীয় স্বাধীনতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় মধ্য আফ্রিকার প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে চীন। চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে যে নতুন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে তা ভালোভাবে কাজে লাগিয়ে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করতে, অবকাঠামোর নির্মাণ ও শিল্পের সমন্বিত উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতার মান বাড়াতে মধ্য আফ্রিকাকে স্বাগত জানায় চীন, ফলে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আফ্রিকা এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে চীনের সম্পর্কের মডেল হিসেবে গড়ে তোলা যাবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনা-শৈলীর আধুনিকীকরণের চূড়ান্ত লক্ষ্য হল জনগণকে উন্নত জীবনযাপনে সক্ষম করা, এটাই চীন এবং আফ্রিকান দেশগুলোর যৌথভাবে আধুনিকীকরণের প্রচারের সূচনা ও লক্ষ্য। চীন দুই দেশের জনগণের জন্য একটি উন্নত ও সুখী জীবন তৈরিতে মধ্য আফ্রিকার সাথে দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে ইচ্ছুক। আশা করি, মধ্য আফ্রিকা চীনা কোম্পানিগুলোর জন্য একটি নিরাপদ ব্যবসায়িক পরিবেশ তৈরি করবে।

তুয়াদেরা বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে এসে আমি খুবই খুশি। বেইজিং ছাড়াও, আমি শানতোং, ছোংছিং এবং থিয়েনচিন সফর করেছি এবং চীনের আধুনিকীকরণের সাফল্যের অভিজ্ঞতা অর্জন করেছি। এগুলো নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার অনুশীলন ও সাফল্য। চীনের সফল ধারণা এবং অভিজ্ঞতা থেকে শিখতে চাই। এবার চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে আফ্রিকার সাথে সহযোগিতার জন্য নতুন পদক্ষেপের ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ। বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফলকে সক্রিয়ভাবে বাস্তবায়ন করতে এবং ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগটি’ যৌথ নির্মাণের প্রচার করার জন্য চীনের সাথে কাজ করতে ইচ্ছুক।

(লিলি/হাশিম/তুহিনা)