‘ইরানে চীনা ভাষা শেখা’ শীর্ষক সেমিনার আয়োজিত
2024-09-06 16:42:20

 

সেপ্টেম্বর ৬: চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্র এবং ইরানে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে, সম্প্রতি তেহরানে আয়োজন করা হয়, ‘ইরানে চীনা ভাষা শেখা’ শীর্ষক সেমিনার।

তেহরান বিশ্ববিদ্যালয়, আলামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়, এবং ইরানি ভাষা কেন্দ্রসহ অনেক ইরানি বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন।

ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছুং ফেই উ সেমিনারে বলেন, চীনা ভাষা শেখা দু’দেশের সাংস্কৃতিক বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ। এটি দু’দেশের জনগণের বোঝাপড়া বাড়াতে এবং বন্ধুত্বকে আরও গভীর করতে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ইরানে চীনা ভাষার সম্ভাবনা উজ্জ্বল। ইরানের সাথে ভাষা খাতে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে, একে অপরের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা বাড়াতে, এবং দু’দেশের জনগণের মৈত্রীকে এগিয়ে নিতে চীন ইচ্ছুক।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)