সেপ্টেম্বর ৬: আজ (শুক্রবার) দুপুরে বেইজিংয়ের গণমহাভবনে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনে অংশ নিতে আসা লাইবেরিয়ার প্রেসিডেন্ট বোকাইয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সময় তাঁরা চীন-লাইবেরিয়া সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা দেন।
বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চীন-লাইবেরিয়া সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও লাইবেরিয়ার জনগণ, ইবোলা ও কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে যৌথভাবে লড়াই করেছে। লাইবেরিয়ার সাথে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোর আওতায়, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করতে চীন ইচ্ছুক।
‘এক-চীননীতি’-তে অবিচল থাকায় লাইবেরিয়ার প্রশংসা করে প্রেসিডেন্ট সি আরও বলেন, লাইবেরিয়ার সাথে বিনিময় ও সংলাপ জোরদার করতে, মূল স্বার্থ ও প্রধান উদ্বেগসম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করে যেতে, এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় যৌথভাবে কাজ করতে চীন ইচ্ছুক। লাইবেরিয়ার অবকাঠামো খাতে যথাসাধ্য সমর্থন দিতেও চায় চীন। পাশাপাশি, সামুদ্রিক পরিবহন, কৃষি, ও সম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে লাইবেরিয়ার সাথে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী বেইজিং।
এ সময় লাইবেরিয়ার প্রেসিডেন্ট বলেন, দীর্ঘমেয়াদী মূল্যবান সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দেশ। অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষার মতো অনেক ক্ষেত্রে চীনের সহযোগিতায় লাইবেরিয়ার জনগণের জীবনমান উন্নত করেছে। চীন লাইবেরিয়ার সত্যিকারের বন্ধু। (ওয়াং হাইমান/আলিম/ছাই)