চীনের পুনঃব্যবহারযোগ্য পরীক্ষামূলক মহাকাশযান ২৬৮ দিন পর সফলভাবে ফিরেছে
2024-09-06 19:12:57

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পুনরায় ব্যবহারযোগ্য পরীক্ষামূলক মহাকাশ যান কক্ষপথে ২৬৮দিন ফ্লাইটে থাকার পর সফলভাবে শুক্রবার তার নির্ধারিত অবতরণস্থানে ফিরে এসেছে।

মহাকাশযানটি গত ডিসেম্বরে চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-টু এফ ক্যারিয়ার রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল। এর লক্ষ্য ছিল মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদানে পুনরায় ব্যবহারযোগ্য প্রযুক্তি যাচাইকরণ এবং মহাকাশ বিজ্ঞান পরীক্ষা পরিচালনা করা।

চীন এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর এবং২০২২ সালের আগস্ট মাসে পুনরায় ব্যবহারযোগ্য পরীক্ষামূলক মহাকাশযান চালু করেছিল, যা তাদের নির্ধারিত অবতরণ সাইটে ফিরে যাওয়ার আগে যথাক্রমে দুই দিন এবং ২৭৬ দিন কক্ষপথে কাটিয়েছিল।

সর্বশেষ কৃতিত্ব চীনের পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশকে নির্দেশ করে, ভবিষ্যতে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আরও সুবিধাজনক এবং সাশ্রয়ী মূল্যের মহাকাশ ভ্রমণের পথ প্রশস্ত করে।

শান্তা/ফয়সল