চীনা-ঘানা প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2024-09-06 11:31:41

সেপ্টেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) বিকেলে গণ-মহাভবনে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সঙ্গে এক বৈঠক করেন। দুই রাষ্ট্রপ্রধান চীন-ঘানা সম্পর্ককে কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেন।

জনাব সি চিন পিং বলেন, ঘানার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৪ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির উত্থান-পতনের মধ্যেও দু’দেশের মৈত্রী সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে। চীন ঘানার সঙ্গে উন্নয়ন কৌশলের সংযুক্তি জোরদার করে, অব্যাহতভাবে ঘানার অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে; কৃষি, মত্স্য শিল্প, জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে চায় এবং ঘানা অব্যাহতভাবে চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের জন্য সংশ্লিষ্ট সমর্থন ও সুবিধা দিতে চায়।

আকুফো-আদ্দো বলেন, দেশটি আফ্রিকার প্রথম দফা নয়াচীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী দেশ। দীর্ঘকাল ধরে দেশটির জন্য বিভিন্ন ধরনের সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি। ঘানা বিদ্যুত্ শক্তি, খনি ও নতুন জ্বালানিসহ বিভিন্ন খাতের সহযোগিতা বাড়াতে চায় এবং চীনা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)