চীনের পুনঃব্যবহারযোগ্য পরীক্ষামূলক মহাকাশযানের সফল অবতরণ
2024-09-06 19:21:16

সেম্প্টেম্বর ৬: কক্ষপথে ২৬৯ দিন ওড়ার পর, চীনের একটি পরীক্ষামূলক পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান, আজ (শুক্রবার) নির্ধারিত ল্যান্ডিং সাইটে অবতরণ করে। যানটি চিউছুয়েন লঞ্চ সেন্টার থেকে উত্ক্ষেপণ করা হয়েছিল।

যানটির সফল অবতরণ এ খাতে চীনের অগ্রগতির প্রতিফলন ঘটিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ভবিষ্যতে চীনের মহাকাশ অভিযানে এই পুনঃব্যবহারযোগ্য যানের প্রযুক্তি ব্যবহার করা হবে। (অনুপমা/আলিম/উর্মি)