‘অনুভূতি’
2024-09-06 11:52:20

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন হুই লিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন হুই লিন, ১৯৭৩ সালের ১৩ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকংয়ের বিখ্যাত একজন গায়িকা ও অভিনেতা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পার্সনস স্কুল অব ডিজাইন থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৯৪ সালে ছেন হুই লিন যুক্তরাষ্ট্র থেকে হংকংয়ে ফিরে যান। একবার তিনি বিজ্ঞাপনে শুটিংয়ে অংশ নেন। এর মাধ্যমে তিনি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের সুযোগ পান। ১৯৯৫ সালে ছেন হুই লিন আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। উল্লেখযোগ্য বিষয় হল সঙ্গীত মহলে যোগ দেয়ার পর পরই তিনি বিভিন্ন পুরস্কার পেতে সক্ষম হন।

বন্ধুরা, এখন শুনুন ছেন হুই লিনের গান ‘অনুভূতি’। গানের কথায় বলা হয়, আমি চাই স্বপ্নের জগৎ জনসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে। তোমার ছবি আবার দেখাবে না।  রাত্রি যেন বিষাদের গন্ধে ভরে না যায়। যাইহোক, ঘটনা সবসময় বিপরীত।  তোমার মুখ অমলিন হৃদয় এলোমেলো এবং সময় এলোমেলো হয়। দিনে স্বপ্ন দেখা আর রাতে জেগে থাকা। আমার হৃদয় বারবার জট পাকিয়ে যায়। আমি আশা করি, তুমি একে একে অনুভব করতে পারবে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন হুই লিনের গান ‘দুঃখিত, তুমি নও’। গানের কথায় বলা হয়, হয়তো আমি তোমাকে যাত্রী বিমানে উঠতে দেওয়ার জন্য তোমাকে যথেষ্ট পছন্দ করি না।  আমি যদি সত্যিই তোমাকে যেতে না দিই, তাহলে বিমান আটকাতে কে ভয় পায়? কিন্তু আমি সত্যিই তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম, তাই প্রতি মুহূর্তে তোমার প্রেমে পড়িনি। তুমি যদি ভান করতে ইচ্ছুক হও তবে তুমি সর্বদা প্রতারিত হবে। তবে আমার কাছে তুচ্ছ বোধ করা ছাড়া উপায় নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন হুই লিনের গান ‘সৌভাগ্যবান মানুষ’। গানের কথায় বলা হয়, আমাকে একা সবকিছু করতে হবে। তোমাকে মিস করলে সবকিছু ভেসে যেতে পারে। তারপর একটি তোয়ালে জ্যাকেট পরি। প্রার্থনা করার আগে ক্লান্তি আমাকে ঘুমিয়ে দেয়, দেখা যাচ্ছে যে আমি ইতিমধ্যেই ধন্য। অমর হৃদয়ের চেয়ে আকাশ ও পৃথিবী বড়। তোমাকে একবার মিস করা আমাকে আবহাওয়ায় ক্লান্ত করে তোলে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন হুই লিনের আরেকটি গান, গানের নাম ‘সবচেয়ে ভালো স্থান’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন হুই লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)