সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: মনুষ্যবিহীন নভোযানের মাধ্যমে মঙ্গল গ্রহের নমুনা নিয়ে আসতে ২০২৮ সালে অভিযানে যাবে থিয়েনওয়েন-৩ মিশন। বৃহস্পতিবার পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ডিপ স্পেস অনুসন্ধান সম্মেলনে এ ঘোষণা দেন মিশনের প্রধান নকশাকার লিউ চিচোং।
মিশনের প্রাথমিক লক্ষ্য হবে মঙ্গলে জীবনের লক্ষণ অনুসন্ধান করা।
এ মিশনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার কথাও তুলে ধরেন লিউ। তিনি জানান, আন্তর্জাতিক গবেষকরা চাইলে পেলোড ডিজাইন, নমুনা সংগ্রহ ও ডেটা বিশ্লেষণের কাজে চীনের সঙ্গে যোগ দিতে পারবেন।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মিশন পরিকল্পনাকারীরা জানিয়েছেন, থিয়েনওয়েন-৩ প্রোবের চারটি উপাদান থাকবে— ল্যান্ডার, অ্যাসেন্ডার, অরবিটার এবং একটি রিএন্ট্রি মডিউল। হাইনানের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে মার্চ-৫ হেভি-লিফট ক্যারিয়ার রকেটে করে যাত্রা করবে এই মিশন।
সব পরিকল্পনামাফিক চললে, এটাই হবে মঙ্গল থেকে পৃথিবীতে আসা প্রথম নমুনা। মঙ্গলের ভূতত্ত্ব ও অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে আরও জানতে এবং গ্রহটির বায়ুমণ্ডলীয় চক্র বুঝতে ওই নমুনা সাহায্য করবে বিজ্ঞানীদের।
২০২০ সালের জুলাই মাসে চীন প্রথম মঙ্গল গ্রহ অভিযানে থিয়েনওয়েন-১ মিশন পাঠিয়েছিল।
ফয়সল/শান্তা