গান্ধীর বাসভবন ও নদীতীরবর্তী পার্ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত
2024-09-06 19:11:46

সেপ্টেম্বর ৬: ভারতে চীনা রাষ্ট্রদূত স্যু ফেই হং, গতকাল (বৃহস্পতিবার) গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে, গান্ধীর বাসভবন ও নদীতীরবর্তী পার্ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চীনা রাষ্ট্রদূত বলেন, দশ বছর আগে সেপ্টেম্বর মাসে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গুজরাট থেকে ভারতে তার প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তিনি গান্ধীর বাসভবন ও নদীতীরবর্তী পার্ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। দুই দেশের নেতারা ফলপ্রসূ আলোচনা করেন এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছান। সফরকালে সি জোর দিয়ে বলেন, চীন ও ভারত হলো একে অপরের প্রতিবেশী। দু’দেশ প্রাচীনকাল থেকে যোগাযোগ রক্ষা করে এসেছে এবং অভিন্ন সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। দু’দেশকে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, অভিজ্ঞতা বিনিময়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, এবং হাতে হাত রেখে অগ্রগতি অর্জন করতে হবে।

রাষ্ট্রদূত স্যু আরও বলেন, দশ বছর পর আমরা, চীন-ভারত সম্পর্কের উন্নতি ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, প্রেসিডেন্ট সি’র পদাঙ্ক অনুসরণ করে, দু’দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। দু’দেশের বিভিন্ন মহলের উচিত, পারস্পরিক সম্মান, সমঝোতা, ও আস্থার ভিত্তিতে, একে অপরকে সমর্থন করে যাওয়া। এতে দু’দেশের সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে উন্নত হবে এবং দু’দেশ ও বিশ্বের জনগণ উপকৃত হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)