সেপ্টেম্বর ৬: গতকাল (বৃহস্পতিবার) সকালে ‘চীন-আফ্রিকা নারী ও শিক্ষা-বিষয়ক সম্মেলন’ বেইজিংয়ের তিয়াওইয়ুথাই হোটেলে আয়োজন করা হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী, ইউনেস্কোর নারী ও মেয়ে শিক্ষার বিশেষ দূত ম্যাডাম ফেং লি ইউয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী ২৬টি দেশের নেতার স্ত্রীরা ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।
অভিনন্দনবার্তায় ম্যাডাম ফেং বলেন, চীন ও আফ্রিকা পারস্পরিক বিনিময়ের মাধ্যমে অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ করছে। চীন ও আফ্রিকার নারীরা পরিশ্রম, মেধা ও কার্যক্রমের মাধ্যমে ঐক্যবদ্ধ সহযোগিতার সুন্দর অধ্যায় রচনা করছেন। গত ৩০ বছরের মধ্যে চীনের ‘বসন্ত কুঁড়ি প্রকল্প’ নারীদের শিক্ষাগ্রহণে সহায়তা দিয়েছে এবং ব্যাপক সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান দেশগুলোর নারীরা শিক্ষা গ্রহণে এগিয়ে এসেছে। তিনি আরো বলেন, নারী শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং সুন্দর ভবিষ্যত বাস্তবায়নের যাত্রায় চীন ও আফ্রিকার লক্ষ্যমাত্রা একই, তাই বিশ্বের মেয়ে ও নারীদের শিক্ষাগ্রহণ আরো ন্যায্য, সহনশীল, গুণগতমান উন্নয়নে চীন ও আফ্রিকার সংশ্লিষ্ট সহযোগিতা আরো জোরদার করা উচিত।
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আফ্রিকান চেয়ারম্যান দেশ সেনেগালের প্রেসিডেন্টের স্ত্রী ম্যারি, বুরুন্ডির প্রেসিডেন্টের স্ত্রী অ্যাঞ্জেলিনাসহ আরো কয়েকজন আফ্রিকান দেশের ফার্স্ট লেডি ভাষণ দিয়েছেন। দীর্ঘকাল ধরে আফ্রিকার মেয়ে ও নারীদের শিক্ষা গ্রহণে ম্যাডাম ফেং লি ইউয়ানের চমত্কার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। আফ্রিকান দেশগুলোর উন্নয়নে চীনের সমর্থন ও সহায়তার ধন্যবাদ জানান তাঁরা। ভবিষ্যতে চীনের সঙ্গে ঐক্যবদ্ধ সহযোগিতা করে নারীদের সুখী জীবন কামনা করেন তাঁরা।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)