সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন শুক্রবার সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ১০টি উপগ্রহের একটি গুচ্ছ সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করেছে।
১০-জিলি-০৩ কন্সটেলশন স্যাটেলাইট গুচ্ছ বেইজিং সময় রাত ২টা ৩০ মিনিটে উৎক্ষেপণ করা হয়। লং মার্চ ৬ ক্যারিয়ার রকেট স্যাটেলাইট গুচ্ছকে মহাকাশে নিয়ে যায়। এগুলো পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
জি-স্পেস -এর মালিকানাধীন, জিলি টেকনোলজি গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, জিলি ০৩ স্যাটেলাইটগুলো ‘জিলি ফিউচার মবিলিটি কন্সটেলেশন’ প্রকল্পের অংশ, যা যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেন্সিংয়ের জন্য বিশ্বের প্রথম বাণিজ্যিক সমন্বিত স্যাটেলাইটগুচ্ছ।
এটি লংমার্চ রকেট সিরিজের ৫৩৪তম ফ্লাইট মিশন।
শান্তা/ফয়সল