সেপ্টেম্বর ৬: চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি) ও পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না (পাওয়ার চায়না) কর্তৃক যৌথভাবে নির্মিত, প্যান-ইউরোপীয় ৫সি করিডোর মহাসড়কের বসনিয়া-হার্জেগোভিনা অংশ গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বসনিয়া-হার্জেগোভিনার মন্ত্রিপরিষদের চেয়ারম্যান বোরিয়ানা ক্রিস্টো প্রকল্পটির উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, প্রকল্পটি শুধুমাত্র উত্তর ও দক্ষিণ বসনিয়া এবং হার্জেগোভিনাকে সংযুক্ত করেনি, ক্রোয়েশিয়াকেও সংযুক্তকারী একটি অর্থনৈতিক করিডোর হয়ে উঠেছে। এটি বসনিয়া-হার্জেগোভিনার আন্তঃসংযোগ ও অর্থনৈতিক বৈচিত্র্যের জন্য সহায়ক।
বসনিয়া-হার্জেগোভিনায় চীনের শ্যাজে ডেফেয়ার্স মিউ তা খ্যে বলেন, এ প্রকল্পের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এতে চীনা প্রযুক্তি ও চীনা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার প্রতিফলন ঘটেছে। এটি হলো দু’দেশের সহযোগিতামূলক অংশীদারিত্বের অভিন্ন সাফল্য। (ছাই/আলিম/ওয়াং হাইমান)