সেনেগালের ফার্স্ট লেডি এবং ফেং লি ইউয়ানের আলাপ
2024-09-06 11:03:08

সেপ্টেম্বর ৬: গত বুধবার সকালে বেইজিং সফররত সেনেগালের প্রেসিডেন্টের স্ত্রী ম্যারি এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান চায়ের টেবিলে নানা বিষয়ে কথাবার্তা বলেছেন।

ম্যাডাম ম্যারিকে চীন সফরে স্বাগত জানিয়ে ফেং বলেন, চীন ও সেনেগালের মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যে ব্যাপক মিল রয়েছে, দু’দেশের জনগণের সাংস্কৃতিক আদান-প্রদানে পারস্পরিক সমঝোতা ও মৈত্রী আরো উন্নত হবে বলে আশা করেন তিনি। ম্যাডাম ম্যারির সাথে নারী শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক ফেং, যাতে চীন ও আফ্রিকান নারী কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়া যায়।

দীর্ঘকাল ধরে সেনেগালসহ আফ্রিকার বিভিন্ন দেশের নারী ও শিশুদের যত্ন ও সহায়তার জন্য ফেংকে কৃতজ্ঞতা জানিয়ে ম্যারি বলেন, সেনেগালের জনকল্যাণে চীন ব্যাপক সমর্থন ও সহায়তা দিয়েছে, চীনের সাথে আদান-প্রদান ও সহযোগিতা ঘনিষ্ঠ করে দ্বিপাক্ষিক মৈত্রী আরো উন্নত করতে আগ্রহী তিনি।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)