সি চিন পিংয়ের সঙ্গে গিনি-বিসাউয়ের প্রেসিডেন্টের বৈঠক
2024-09-06 11:37:29

সেপ্টেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বেইজিংয়ের গণ-মহাভবন সফররত গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বৈঠক করেছেন। প্রেসিডেন্ট চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে যোগ দিতে চীনে এসেছেন।

বৈঠকে সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট এমবালোর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলন উপলক্ষ্যে বেইজিং সফর চীনের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং চীন-আফ্রিকা ঐক্যের প্রতি গুরুত্বারোপ প্রতিফলিত করে। চীন গিনি-বিসাউয়ের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, কৌশলগত সহযোগিতা বাড়াতে এবং নিজ নিজ জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করতে চায়। বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে সহযোগিতা বাস্তবসম্মত ও কার্যকর রয়েছে। গিনি-বিসাউয়ের কাজুবাদাম চীনে রপ্তানি এবং গিনি-বিসাউতে চীনের কৃষি প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি নতুন ব্যাচ নির্বাচনের মতো সহযোগিতা ক্রমাগত অগ্রসর হচ্ছে। আশা করা যায় যে, উভয় পক্ষই চীন-আফ্রিকা সহযোগিতা  ফোরামের শীর্ষ সম্মেলনের ফলাফল সক্রিয়ভাবে বাস্তবায়ন করবে, চীন-গিনি বিসাউ এবং চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়নে নতুন প্রেরণা দেবে এবং চীন-আফ্রিকা আধুনিকায়নের জন্য একসাথে কাজ করবে।

 

এমবালো বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আবার দেখা করতে পেরে তিনি খুব খুশি। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মতো যৌথ উদ্যোগগুলো অসাধারণ কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং ঐতিহাসিক দূরদর্শিতা প্রদর্শন করে। গিনি-বিসাউ তার অনেক প্রশংসা করে এবং সক্রিয় সমর্থন করে। আফ্রিকার জন্য চীন ভবিষ্যৎ ও ভাই। গিনি-বিসাউ চীনের বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হতে চায় এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন দু’দেশের মধ্যে ক্রমাগত বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করতে চায়।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)