বেইজিংয়ে চীন-আফ্রিকা যৌথ বিবৃতি প্রকাশিত
2024-09-06 16:41:16


সেপ্টেম্বর ৬: ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের কাঠামোতে সহযোগিতা গভীরতর করতে চীন-আফ্রিকা যৌথ বিবৃতি’ আজ (শুক্রবার) বেইজিংয়ে প্রকাশিত হয়।

এর আগে, গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনের পক্ষগুলো চীন-আফ্রিকা সহযোগিতা গভীরতর করতে একমত হয়।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’ টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’, আফ্রিকান ইউনিয়নের ‘এজেন্ডা ২০৬৩’, এবং আফ্রিকান দেশগুলোর উন্নয়ন কৌশলগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এ প্রস্তাব বৈশ্বিক যৌথ উন্নয়ন-প্রচেষ্টায়  শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে।

সম্মেলনে, চীন-আফ্রিকা সহযোগিতাসংশ্লিষ্ট ‘ভিশন ২০৩৫’ বাস্তবায়ন, ‘নয়টি প্রকল্প’, এবং ১৭৫টি ‘ছোট ও সুন্দর’ সুবিধাজনক প্রকল্প বাস্তবায়নের কথাও বলেন অংশগ্রহণকারীরা।

তাঁরা আরও বলেন, উন্নত দেশগুলোকে বিভিন্ন উন্নয়নশীল দেশ, বিশেষ করে আফ্রিকান দেশগুলোকে দেওয়া তাদের সহায়তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)