যৌথ সহযোগিতায় উন্নত হচ্ছে সিচাংয়ের স্কুল
2024-09-06 19:12:07

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিচাং অঞ্চলের বৈরী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে উন্নয়ন কার্যক্রম। এজন্য বেছে নেয়া হয়েছে ‘পেয়ারড পদ্ধতি’ বা যৌথ সহযোগিতার পদ্ধতি। এই পদ্ধতিতে একটি উন্নত প্রদেশ আরেকটি অনুন্নত অঞ্চল বা প্রদেশকে উন্নয়নে সহায়তা করে।

সিচাং এর স্কুলগুলোতে ছিল নানা রকম সমস্যা। চার হাজার মিটার উচ্চতায় দুর্গম স্থানে অবস্থিত স্কুলগুলোতে শিক্ষা প্রদান কাঠামো ছিল দুর্বল। শিক্ষক ছিল অপ্রতুল। পাঠদান প্রায়ই বাধাগ্রস্ত হতো।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং স্থানীয় শিক্ষার উন্নতিতে সাহায্য করার জন্য দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চোংশান শহরের স্কুলগুলো ২০১৬ সালে গোংবো গিয়ামদা কাউন্টির সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়।

কুয়াংতোংয়ের সাহায্যকারী প্রচেষ্টা থেকে উপকৃত হয়ে, স্কুলভবনগুলোতে উন্নত শিক্ষার সুবিধা এবং হিটিং সিস্টেম স্থাপন করা হয়েছে এবং স্কুলের প্রাঙ্গণে  স্ট্যান্ডার্ড বাস্কেটবল কোর্ট এবং ফুটবল মাঠও তৈরি করা হয়েছে।

কুয়াংতোং প্রদেশের সাহায্য সিচাংয়ের  উন্নয়নে চীনের জাতীয় যৌথ সহায়তার একটি অংশ মাত্র। ত্রিশ বছর আগে, কেন্দ্রীয় সরকার সিচাংকে উন্নত করার একটি বড় সিদ্ধান্ত নেয়।

পেয়ার-আপ সহায়তা নীতির অধীনে, কিছু কেন্দ্রীয় প্রদেশ অঙ্গ, প্রাদেশিক-স্তরের অঞ্চল এবং কেন্দ্রীয়ভাবে শাসিত রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোকে এই অঞ্চলের নির্দিষ্ট এলাকায় সহায়তা করার জন্য মনোনীত করা হয়।

তারপর থেকে, সরকার এবং এন্টারপ্রাইজ ইউনিটের কর্মীরা মালভূমিতে অবস্থান নিয়েছে, সেখানে উন্নয়নে ব্যাপকভাবে অবদান রেখেছে।

শান্তা/ফয়সল