সেপ্টেম্বর ৬: গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘চীন সপ্তাহ’ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষের একটি অংশ; চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সে চীনা রাষ্ট্রদূত লু শা ইয়ে বলেন, এবারের কার্যক্রমে বিশ্বের সামনে চীনা নকশা এবং ঐতিহ্যগত শিল্পের উদ্ভাবন ও উন্নয়নের সাফল্য তুলে ধরা হবে। চীন ফ্রান্সের নকশা মহলের সাথে সহযোগিতা ও যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক।
‘চীন সপ্তাহ’ কার্যক্রমের অংশ হিসেবে, ‘চীন-ফরাসি সৃজনশীল অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)