সেপ্টেম্বর ৬: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে, আফগানিস্তানের রাজধানী কাবুলে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যেকোনো ধরণের সন্ত্রাসবাদ আফগানিস্তান তথা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। অপরাধী, সংগঠক, অর্থ যোগানদাতা এবং সন্ত্রাসী কর্মকান্ডের সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।
উল্লেখ্য, সম্প্রতি কাবুলে একটি আত্মঘাতী বোমা-হামলায় হামলাকারীসহ ৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়। হামলার দায় স্বীকার করেছে চরমপন্থী সংস্থা আইএস। (ছাই/আলিম/ওয়াং হাইমান)