সেপ্টেম্বর ৬: জাপোরিজহিয়া পারমাণবিক বিদ্যুত্কেন্দ্রের কুলিং টাওয়ারে ১১ আগস্টের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানকাজ অব্যাহত রাখবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আইএইএ-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি জাপোরিজহিয়া পারমাণবিক বিদ্যুত্কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত কুলিং টাওয়ার ঘুরে দেখেন।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন জাপোরিজহিয়া পারমাণবিক বিদ্যুত্কেন্দ্রে অগ্নিকাণ্ডের জন্য একে অপরকে দোষ দিয়ে আসছে। (অনুপমা/আলিম/উর্মি)